প্রিয়া না হয় নাইবা হলে  
প্রেমের মালায় ফুল হয়ো
জাগরণে যদি নাইবা এলে
স্বপনে বারেক দেখা দিও।


জাগরণে এ জীবন ভরি
খুন ঝরেছে বিরহ কাঁটায়
নিঃস্ব প্রেম, আজ ভিখারি
প্রেমে মোহ কোন দুরাশায়।    


গুলমোহরের ছায়ায় ছায়ায়
স্বপ্ন বুনি রঙের নেশায়
দমকা হাওয়ায় ভাঙে কলি  
মন আলাপন পায়ে দলি।


সোহাগ ভরা হিমের রাতে
যখন পোড়ে এ মন প্রেমানলে  
যদি না রাখ হাত এই হাতে    
জ্যোৎস্না হয়ে ভিজিয়ে যেও।।


সোনারপুর
১৫.১০.২০১৭