ত্যাগেই শান্তি, ত্যাগেই মুক্তি  আসে জীবনে
নূতন কিছুই নয় , বোলবে সব্বাই জানে
বিধাতাও নিরুপায় দেখে সৃস্টির মন মতি
হয়ত করাঘাত করে কপালে, খোঁজে গতি।


সৃস্টির রহস্য উন্মোচনে খুঁজে চলা ত্রিভুবন
দুইয়ে দুইয়ে এক,  নাকি অন্য সমীকরণ
গবেষনাগার, যুক্তি, মুসুর দানায় লুকানো তথ্য
জানেনা মানুষ, পায়নি প্রমান, নির্মম সত্য।


পৈতা, পাগড়ি, তিলক, জোব্বায় নানা মত
পছন্দ মত  বিধানের ফরমান,  মেলেনা পথ
সব শেষে কেহবা ইচ্ছারে করে সমর্পন
তবুও সব্বাই বলে কি !  চাই মুক্ত মন।


কখনো আস্তাবলে, মরুতে, অথবা জীর্ন কুঁড়ে
আলোয় ভরে  ক্ষমার মহিমা ত্রিভুবন জুড়ে
বোলতে পারিনা ফেলে ভাগ গুণ যোগ
আলোয় ভরাও,  ইচ্ছা তোমার পূর্ণ হোক।
  


সোনারপুর
২৫.১২.২০১৭