হে প্রিয় ...,  চাইনা  ভিক্ষান্নের অধিকার, চাই মুক্তির পথ
যে পথ কাঁটায় ভরিয়ে রেখে, ছুটে চলেছে হরণের রথ
অনুকম্পায় বাঁচতে চাইনা, চাই মাথা তুলে বাঁচার শপথ।।


দয়া নয়, দান নয়, চাই প্রাপ্য অধিকার, মানুষের যোগ্য সম্মান  
আজ অঙ্গীকার, সব বুঝে নেবার, হরণের কৌশল করবই ম্লান  
কেরোসিন কুপির ক্ষীণ আলোই দেখাচ্ছে দিশা, আলোর পথ
ফ্যানভাতে নুনের অস্তিত্বই শক্তির আঁতুড় ঘর, গড়ছে ইমারত
রোদে পোড়া, জলে ভেজা পাঁজরের অস্থিতেই জ্বলবে আগুন  
পরিত্রাণ নেই কারো, বাঁচাতে পারবেনা শতাব্দী ঘেঁসা ফাগুন।।


একের বিরুদ্ধে এককে লেলিয়ে, সব সাবাড় করেছে যে কৌশলে
হিংস্র নখ, দাঁতের বহরে ঠেকিয়ে রেখে, অধিকার নিয়েছ যে ফসলে
সে ফসল বঞ্চিতের  ঘাম, রক্তের সৌজন্যে, যা বুঝতে চাওনি কোনদিন  
সেই দায় নিতেই হবে তোমাকে, যতই বাজাও সাপুড়ের বীণ ।।


শুনতে পাচ্ছ ! আলোর পদধ্বনি, ঠেকাতে পারবেনা কোন বাহানায়
কালের লিপিতে দেখতে পাচ্ছনা, বঞ্চনার পঞ্জিকা লেখা হচ্ছে ঘৃনায়
দিন, মাস, বছর, দশকের পর দশক গেছে, কোটি কোটি প্রাণ নিরুপায়
তোমাদের সব কীর্তি জমা হয়েছে, পরের প্রজন্মের মহাফেজ খানায়।।


কথার কথা নয়,  এ নয়, কোন অন্যায় দাবী,  মানুষের অধিকার  
এই দেশ, এই মাটি, এই সবুজ, সবই বঞ্চিতের ঘাম রক্তের স্বাধিকার  
সুদর্শন নয়, শক্তির উৎস হরফ, শব্দ, বাক্য, অবশ্যই দেখাবে পথ  
ভিক্ষান্নের অধিকার নয়, মানুষ নিচ্ছে শিরদাঁড়া সোজা রাখার শপথ ।।


সোনারপুর
১৪.০৮.২০১৭