ক্ষুধার জালায় কাঁদলে শিশু
পড়শীর হয় ঘুমের ব্যাঘাত
যত পারো গরীব মারো
কোন বাদেই নেইতো তফাত।।


যত পারো জল মেশাও দেশের তথ্য ভান্ডারে
সেই হিসাবে আসবেই লক্ষী আপন আপন আন্ডারে
কেউ দেখেনা কেউ শোনেনা কেউ দেবেনা গালি
যেমন খুশি  নাও গুছিয়ে বাগান করে খালি।।


দেঁতো হাসি ঝুলিয়ে রেখে সবাই তোমার আপন
গনতন্ত্রের খাল পেরোতে গরীব ভালো বাহন
চাবুক খেলেও মুখ তোলেনা সহ্য হয়ে গেছে
নীল নক্সায় আছেটা কি কজন সেটা বোঝে।।


একটু খেলেই ঘুমিয়ে পড়ে সেটাই মহা সুযোগ
এই খেলাতেই চলছে দেশ নেইতো কোন অভিযোগ
ঘুম পাড়ানি মাসি-মেসো মজায় কথায় গল্পে গানে
নড়লে চড়লে আসে ধমক ভয়নেই কি প্রাণে !!


লজ্জা পেলেই ওদের ভালো, খেতে তো আর চাইবেনা
গাড়ির ধুলোয় ধরলেও হাঁপ মুখে কিছুই বোলবেনা
জানে ওরা সময় কোথায় খাবার জোগাড়ে শেষ
যত দিন থাকবে অভাব ভালোই চলবে দেশ ।।


আসে অনেক বন্ধু সেজে করবেই নাকি সংস্কার
ধনে প্রাণে সব খানেতেই শুনতে বড়ই চমৎকার
পাঁচটা বছর নয় যথেস্ট আরো কিছুটা দরকার
জন্ম নেবে নূতন গরীব পুরানোরা পগারপার ।।