ছোট ছোট ঢেউ গুলো আপন ছন্দে মেতে
রেখে যায় স্মৃতিরেখা নিরব বালুচরে, ফেরার পথে
বাতাসের পালে উড়িয়ে আঁচল, আসা তার বেহাগ রাগে    
হয়ত বোঝেনি সে, দেখেনি স্বপ্ন কোন, নব অনুরাগে।।  


মায়াবী রাত, ভেজা বালুচর, জোছনা খেলে লুকোচুরি
অচেনা অতিথির ক্ষনিক বিশ্রাম, ভেসে আসা বসন্ত কুঁড়ি  
নূতন জোয়ারে ভেসে যাবে সে, অজানার পথে দিয়ে পাড়ি
হয়ত হারাবে স্মৃতির সৌরভ,  রবেনা স্রোতের হৃদয় জুড়ি।।


বিষাদের মেঘে যদি বরষা নামে, সোহাগ তরী কি তবে ভাসবে
ঘুমের ঘোরে দেখা সে স্বপ্নের ছবি, জাগরণে কি  হাসবে
বালুচর বুকে ধরে একটিই ছবি, ভালোবাসি – ভালোবাসি
দিন চলে যায়, আসে সন্ধ্যা, আঁচলে বাঁধিয়া নিরব নিশি।।


২৩।০৬।২০১৭
সোনারপুর