যখন সময় থমকে দাঁড়ায়
চেতনার বাণী অশ্রু ঝরায়
ছুড়ে দেওয়া রুটি কতটা প্রিয়
দুরথেকে তা বোঝে কি কেহ।


ক্ষুধার সাথে যার আজন্ম দোস্তি,
দেখেনি কখনো দোষীর শাস্তি    
শোনেনি কখনো ভোরের আজান
কি করে জানবে  সে শান্তির গান ।


চটচটে ভাতে লবণের অধিকার
কেড়ে নেয় যদি চৌকিদার
সাম্যের গান শুনে মুখে মুখে
নিজেকেই দেয় গালি মহাসুখে।  


উলঙ্গ সমাজের উদ্দ্যাম নাচে  
তৃপ্তির ঢেকুর, শুনে প্রতি সাঁঝে  
ঊষ্ণতা মাপে, মৃত পশু কায়ায়          
বলে যায় সময়, দিলতো পাগল হ্যায়।


সোনারপুর
২০.০৩.২০১৮