ক্রিসমাস, নিউইয়ার, ঈদ, পুজো, নববর্ষ, জন্মদিন, শুভেচ্ছায় ভাসি অনিবার  
হোয়াটসয়্যাপ, ফেসবুক, স্কাইপ, টুইটার, আরো কত মাধ্যমে দেখি বার বার    
জাতি, ধর্ম ভুলে চেতনার ছাতার নিচে সব্বাই, বড়সড় একই পরিবার  
ভাবি, হয়ত স্বামীজির আদর্শে ফিরেছে চেতনা, বহুরূপে সম্মুখে তোমার ..ঈশ্বর  
শুভ ইচ্ছা জ্ঞাপনে নেই কৃপণতা, সত্যের আলোয় কেটেছে অন্ধকার
মানুষ খুঁজছে, ভালোবাসছে মানুষকে, কুলে কুলে জোয়ার মানবতার।


মন্দির, মসজিদ, গীর্জায়, মঠে প্রার্থনা, প্রতি হাতে সাজানো উপাচার  
মৃণ্ময়ী মুর্তিতে অর্পন জীবনের তাবৎ আশা, নিরাশা, খুলেযাবে মুক্তির দ্বার  
একটা উপলক্ষ্য, আড্ডা হাসি গানে মুখরিত মানুষ. সত্যই চমৎকার
চোখে মুখে তৃপ্তির ছাপ, পোশাক পরিচ্ছদে নিষ্কলুষ, সব্বাই সবার  
মনের অলিন্দে নেই কোন হিংসা, দ্বেষ, ঘৃণা, মুছে গেছে তাবৎ অহংকার
প্রীতি ভোজ, দরিদ্র সেবা, দান, সবেতেই চিত্ত মাঝে বিরাজে শান্তি অপার।


শান্তির ধাম, ফ্লাট/বাড়ী/গাড়ি সাজানো গোছানো, দক্ষ শৈপ্লিক অনুভবে
আলোর পরশে সব উজ্জ্বল, সদা সচেতন,  অন্ধকার যেন না থাকে  
কুটিল বাস্তব তবু পাশে পাশে হাঁটে প্রতিদিন, পিছু ছাড়েনা কোনভাবে
কাছে দূরে চেতনার চারপাশে মাথা তোলে বৃদ্ধাশ্রম, দুরন্ত পরাভবে
চিন্ময়ী মুর্তির হয়েছে অপসারণ চিরতরে, ভালো রাখার অজুহাতে
অথবা, বড্ড সেকেলে মানুষ, কথা না শোনার ভীষনতম অপরাধে।

অর্থের বিনিময়ে সুখের নৈবেদ্যে সেবার ব্যবস্থা, পরিজনহীন ভবে
দিন আসে যায়, ফিকে হয়েযায় স্মৃতি, মনে পড়েনা কে এসেছিল কবে
আপন খেয়ালে হেসে ওঠে অবচেতনে, শূন্য দেওয়ালে দেখি নিজ ছায়া  
নিজ পাঁজরে গড়া সব ছেড়ে শেষে চিন্ময়ীধামে, তবুও পিছু ধায় মায়া
বর্ষ শেষের রাতে নিঃশব্দে লিখে যায় সময়ের পাতায়, সব ইচ্ছা, অনিচ্ছা
ভাবে, নূতন দিনে নিশ্চই খোকা আসবে নিতে আশীষ, জানাতে শুভেচ্ছা।


সোনারপুর
১৫.০৪.২০১৮  


আসরের সকল বন্ধুকে  শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সব্বাই।