শেষ রাত্রির
জোয়ার জলে দেখা
খুশির রেখা।।


অচেনা পথে
অজানা উপহার
শ্রাবণ রাতে।।


উঠি শিহরি
আধো অন্ধকারে
দেখি লহরী।।


অট্টহাসে
দিশেহারা কিনারা
নিরুদ্দেশে।।


মুহুর্তে ধায়
আনন্দ সহসা
হিমেল বায়।।


নক্ষত্র রাজি
শোনায় কোন বাণী
প্রভাতে আজি।।


লড়াই বৃথা
বিচ্ছেদ রেখায়
মনের কথা।।


আমার নয়
চাহি নাই এদেশ
সহিতে হয়।।


বিবাগি মন
পথের শেষে এসে
চাহে মরণ।।


সোনারপুর
০৭.০৮.২০১৭


( ৫-৭-৫ – বিন্যাস )