সকল দেশে সফলতা, আমার দেশে হয়রে কই
ধন সম্পদ কুক্ষিগত নেপোয় চাচা মেরেছে  দই
চুক্তি যুক্তির ফাঁদে ফেলে অনেক হয়েছে গল্প বলা
নেংটা গুরুর হিংসে নেই প্রমানে যত ছলা কলা।


কথার প্যাঁচে খাচ্ছি পাক ঝুরো নিতির জাঁতাকলে  
আহ্লাদে কাটে অষ্ট প্রহর কোঁচড় ভরা সরসে ফুলে
মানুষ আমার, মানুষ তোমার, মরলে মরুক বেঘোরে
কীট পতঙ্গে কটা খাবে, বলছে মহান ঠারে ঠোরে।


নিন্দে মন্দ উপর উপর, অতলে সব একাকার
সার্থ ছাড়া নিঃশ্বাস বন্ধ, ভালো চায় দেশের সবার
কোন মানুষটা নেইরে ভালো, এমন বলবে সাধ্যকার
কলের চাকা তন্ত্রে ঘোরে, দেখ কি হয় এরপর !


সোনারপুর
০১.১২.২০১৭