দিকে দিকে শুধু সন্ত্রাস, সন্ত্রাস শুরু মননে
সন্ত্রাসে জ্বলে সুখ, সন্ত্রাস পৃথিবীর কোনে কোনে
নির্মল সকাল, সেও লজ্জায় হয় লাল, অশ্রাব্য সুবচনে  
নেই হেল-দোল চলছে নিরন্তর, শয়নে স্বপনে যাপনে।।


গলা তুলে মাইক্রোফোনে, সামাজিক ফেরীওয়ালা মঙ্গল বেচে
ঘাটে মাঠে হাটে মানুষের দরবারে, হাততালি পড়ে, মন ওঠে নেচে
নির্বিকার সমাজ, বদল চায় সংস্কৃতির, নেশায় ঢুলু ঢুলু চোখে    
কে কাকে ছাপিয়ে যাবে, প্রতিযোগিতার মঞ্চে বেমালুম রসে মজে।।


প্রতিদিন নূতন শব্দালঙ্কারে সাজছে সমাজ, মানী ফেরীওলাদের দানে
মিডিয়া দোসর তার, বিলায় দিন রাত সেই বাণী, সম্ভ্রম জাগাতে মনে  
লুটের অর্থে সরগরম আধুনিক ইন্দ্রসভা, অপার শান্তি এ পারিজাত বনে
অনুতাপ হীন শরীরী ভাষা, শীতল চোখ মেপে নেয়, কে আছে কোন খানে ।।


১লা মে, ২০১৭
কলকাতা-১৪৯