ধার্মিক নয়, এরা সবাই দাঙ্গাবাজ, মস্ত এক এক খল
ভুল বুঝিয়ে করছে নিঃস্ব, ধর্ম যেন গেলাস ভরা জল
ধর্ম  এক শৃঙ্খলা, দাঙ্গা হিংসার নয় তা ধজ্জাধারী
মানুষ কেন চায়না বুঝেতে, ঠগবাজদের জোচ্চুরি!  


এরা ধর্মের নামে মানুষ মারে, করে মানব ধর্মের ধর্ষন      
মানুষ যখন মরছে কেঁদে, সেবাই নাকি ভন্ড গুলোর দর্শন !
ভালোর ভাবনা জাহান্নামে, চলছে  জাতে ধর্মে নাচন কোঁদন        
অবাক হয়ে দেখছে মানুষ, মিথ্যাচারে নৃত্য করে বরাহ নন্দন।  


মুখে - মনে রূপ আলাদা, খেপিয়ে মানুষ নিজের আখের গোছায়
একজনেও নয় সাচ্চা, সবার আগে মধু ভান্ডে নিজের পাছাই ডোবায়
মহাবিজ্ঞ ভাব সকলের,  বড় কিমবা ছোট, সব শয়তানের কারখানা  
চুরির মালেই পাহাড় গড়ে, বলে সব মানুষের জন্য, নিজের কিচ্ছু না।    



সোনারপুর
৩১.০৩.২০১৮