অঞ্জলি ভরি সাগর ধরি  তোমাকেই শুধু খুঁজি  
প্রেম ছাড়া জীবন, বল কভু কি হয়গো সুখী
সবুজ স্বপনে ভরা ওআঁখি তুলে, না চাহিতে যদি
ফুল কি ফুটিত তবে জীবনের বাগে ভালোবাসা মাখি।।


জীবনবেলা সেতো মুঠো মুঠো বালুরাশি, পড়ে থাকে ধু ধু
তরঙ্গ আসি যদি না সরসিত, প্রেম কি জাগিত বঁধু
মৃদু সমীরণে বসন্ত আসি, যদি না দাঁড়াইত দ্বারদেশে
বিবশ প্রভাত জাগিত কি তবে,  কুহু কুহু রবে ভালোবেসে।।

তিলে তিলে বয়ে যায় যে লগন, ফেরে কি সে কভু
সোহাগ শিশির পলকে হারাবে, অভিমান ভোল বঁধু
ভরা থাক দিবস যামিনী, রাগ অনুরাগে নিয়ত ভাসি  
কাজলা মনের অতলে ডুবিলে প্রিয়, এ পরান হবে খুশি ।।


১৬.০৪.২০১৭
সোনারপুর