একটা তেজী ঘোড়াকে ছুটতে দেখি রোজ
ফরফর ফরফর করেই চলেছে, বকবক
হেন কারেঙ্গা, তেন কারেঙ্গা, বয়সের দোষ
সে জানে ফুলের মালায় যত বন্ধন
ফুলের ভেতরে ভেতরে সুতো, সুতো পাকালেই দড়ি
ধাতুর দড়ি, ধাতব দড়ি ঝনঝন
শিকলেও যে বন্ধন হয় সে এখনো জানেনা তা
হতাশ ডানাভাঙ্গা পাখি -
মুখ থুবড়ে পড়বে সেদিন
কালরাত্রি শেষ হয়ে গেলে ভোরের আলোতে স্পষ্টতর মেটালিক ঝিলিক
কেড়ে নেবে সব,
শুধু নিয়েই ক্ষান্ত হবে না গো মেয়ে
দিয়েও যাবে কিছু…
অন্ধপট্টি।। ঠুলি, ঠুলি।।
স্বপ্ন দেখার চোখে!
ঠিক তাই।