স্বপ্ন দেখা শুরু সে অনেক আগে!
বর্ণের পিঠে বর্ণ বসাতে শিখেছি যখনি,
তখনি- সাধ্যের সবটুকু দিয়ে,
অক্ষর গিলেছি স্বপ্নের পানে তাকিয়ে।
অক্ষর গিলতে গিলতে আজ,
দেওয়ালে পিঠ ঠেকে গেছে।
আজও স্বপ্নীল ক্যানভাসে শিল্পী বেশে,
রঙধনুর সাতরং দিয়ে এঁকে চলি
অধরা স্বপ্নের খুঁজে!
আজ স্বপ্নপূরণের ব্যর্থতায়,
রঙ্গিন স্বপ্নরা আজ আত্মহারা।
বেকারত্ব দিয়েছে আজ,
আমার রঙ্গিন স্বপ্নের করুণ মৃত্যু!
মস্তিষ্কে শুধু আজ-
বেকারত্ব নামক শব্দটির প্রতিধ্বনি!
কয়েকটি বর্ণের আদলে গড়া শব্দ,
বাস্তবে মুখের হাসি কেড়ে নিবে ভাবিনি।
কিছু দৃশ্য মাঝে মাঝে চলার পথে,
অমরত্ব লাভ করে সময়ের স্রোতে।
কিছু দৃশ্য না পাওয়ার যন্ত্রণায়,
ব্যর্থতার কাতারে শামিল হয়।
বেকারত্ব শব্দটি আজ যেন-
যন্ত্রণার আরেক নাম,
বুক ফাটা আর্তনাদের এক গল্প!