সখি, মনে পড়ে সেই পূর্ণিমা?
রাজকুমার সিদ্ধার্থ ব্যাকুল হল অদৃশ্য টানে
স্বপ্নপুরি ছেড়ে বোধী বৃক্ষে পূর্ণতা
যশোধা'র দৃষ্টিতে দেখেছে কি কেউ?


আজ হোক তবে জোৎস্না কথন
অনুভবে কত সহস্র রজনি পেরুনো উপাখ্যান
কত রাজ রাজন্য, কত কুটিরে আপ্লুত মন
ভাঙ্গা ঘরের ফোকর গলা জোৎস্না কাহন!!
যুগ যুগান্ত অনন্ত অন্তহীন---


কলাপাতার আড়ালে জোৎস্নার লুকোচুরি
তোমার লাজুক চেহারা, জোছনায় মাখামাখি
সেই আদি থেকে আজো
একটুও বদলায়নি অনুভব
তোমার দৃষ্টিতে মেঘের আড়ালে লুকায় চাঁদ।।


কত কাব্য কথা কত গান কবিতা
চাঁদ কি জানে?
কত স্বপ্ন কত রুপকথা
অগণন প্রেম গাঁথার স্বাক্ষ্য সে!


জোৎস্নায় ভেসে যাওয়া নদী দেখেছ?
চরাচর, শান্ত সাগর, ডুবে যাওয়া জনপদ
কেন উদাস হয় বাউল মন
এক মুঠো আলোর কি এমন ক্ষমতা????


কে খুঁজেছে কবে? সকলেই মজেছে
যাই তবে, আমিও মজি ভরা জোৎস্নার সাগরে
অবগাহন আর সখির স্মরণ
গৌতমীয় শুন্যবোধ কি এমনই ছিল
সব থেকেও কিছু না থাকার - এ কেমন আলিঙ্গন!