পথের কুকুর খুঁজছে পুকুর
খুঁজছে একটু জল
শহরের কাক অতিষ্ঠ সে
কোথায় পানির কল?


ঘামছে মজুর দিন ভিখারি
ঘামছে কুলি চাষী
ঘরের মধ্যে বিরতিহীন
ব্যস্ত গৃহ দাসী।


রাস্তার পিচে ধান পড়িলে
ফুটে ওঠে খ‌ই
এমন দিনে ওদের বোঝে
তেমন মানুষ ক‌ই?


ইতর প্রাণী গরীব দুখী
তাঁরাই মরে আজ
পেটটা তাঁদের ক্যামনে চলে
না করিলে কাজ?


বাসায় ওঁদের এসি ফ্রীজের
নেইতো আরাম মোটে
টিনের ঘরে থাকাই দায়
গরমের ভাই চোটে।