যে ঠোঁটে আজ ঠোঁট রেখেছিস তুই।
সে ঠোঁটে নিকোটিন চাইনা আর।
আজ সে ঠোঁটের সাড়া শরীর জুড়ে,
নীল আলোতে বিষের পাহাড়।।


বইয়ের তাকে সুনীল বসে একা,
ভাবছে হয়তো নিরার অভিমান।
বেলা বোসের ফোনের অপেক্ষাতে,
গান বেঁধেছে একাকী অঞ্জন।।


মেঘলা আকাশ মনের ভিতর ঘরে।
সাজিয়ে তোলে কাজলা মেয়ের সুর।
ক্যানভাসেতে রঙের ছোঁয়া লাগে।
শরীর জুড়ে প্রচণ্ড রোদ্দুর।।
আলনা থাকে অগোছালো হয়ে,
শরীর জুড়ে গুডমর্নিং এর সাধ।
কোকিল আজ ডাকছে অন্য সুরে।
কবির কলম মেলেছে দোয়াত।।


উপচে পরে চৈতি রাতের আলো,
মনের মাঝে বিপ্লবী সুর গায় ।
ধুলায় ভরা কাব্য লেখনীতে,
শব্দ থাকে রাতের অপেক্ষায় ।।


আসবি জানি ঘুম ভাঙানি  হয়ে ,
মূর্ছা যাবে মনের সহযাত্রী ।
সূর্য যাবে অস্তাচলের পথে ।
ভুবন জুড়ে আসবে বিজয় রাত্রি ।।


      রচনাঃ ১৭-০৪-২০১৭(লেনিনগড়)