কলম ফেলে পথের পাশে, ছেড়া পোশাক শরীর জড়ায়।
ফুলের মত হাতের পরে, কালির দোয়াত শিক্ষা হারায়।।
সেই দেশেতেই শিশুর জন্য, দিবস সাজায় অন্ন ছুঁড়ে।
শৈশব তো কালিমাখা, মা ছেড়ে যায় আঁতুড় ঘরে।।
এক মুঠো চাল, স্নেহের ছায়া, যে দেশে নেই শিশুর তরে।
সেই দেশেতেই অন্ধ সমাজ, সাজায় শিশুর দিবসেরে।।
আমার দেশের শিশু গুলি, দিবস চায় না! চায় সে ভাত।
নুন ঢেলে দেয় চোখের জলে, অন্ন খোঁজে শুন্য সে হাত।।
শৈশব তো বিকিয়ে গেছে! গাড়ি ধোঁয়ায় বাবুর পায়ে।
ধুঁকছে কেবল জীবন খানি, শিক্ষা ভুলে ভিক্ষা চেয়ে।।
শিশুর জন্য চাইনা দিবস, রঙ মাখা হোক জন্মদিনে।
যেন সেজে ওঠে শৈশব তার, বাঁচতে পারে ভাতে-নুনে।।
রচনাঃ১৪/১১/২০১৭ (লেনিনগড়)