যে হাসি তোর মন রাঙাতো, আজ সে হাসি নেই রে আর।
আজ সে যেন অন্য হৃদয়, উথ্লে ওঠা অহংকার।
যে হাসিতে ঘুম ভাঙ্গিয়ে,দিন সাজাতিস প্রাতকালে।
আজ সে হাসি কাঁদিয়ে তোলে,যাচতে ছোয়া তোর গালে।
যে চোখে তোর হাসির মায়া,ফুটতো ভোরের ফুল হয়ে।
আজ সে ফুলে ভ্রমর বসে, সুর বেঁধে যায় মূক হয়ে।
আবার বিকেল আসবে ঠিকই,ভাসবে তরী সেই সুরে।
যতই তখন চাইবি কাছে,থাকবো মনের খুব দূরে।
রচনাঃ১২-১১-২০১৫ (লেনিনগড়)