বুঝিনি তোমায়,পারিনি বুঝতে,বুঝবো কেমন করে?
আমি যে আজ সুপ্ত তারা, এই ঘোর তিমিরে।
কখন যেন লিখতে বসি,কি লিখবো তাই বুঝিনা।
জানার মাঝে কল্পনাতে ,অজানাকে খুজি না.…
খুজতে গিয়ে অজানাকে, ব্যস্ত থাকি সারাক্ষন,
তবুও আমি পাইনা খুজে তোমার ওই রাগের কারণ।
যদিও তোমার রাগের মাঝে পাই খুজে মোর প্রেমখানি,
কেন এত দুখঃ সাজাও, ফুলের তরে কাটাহানি।
ভালোবাসার পিতাম্বরী রাখো কেন চুপ করে?
স্বপন ভেঙে নিশুত রাতে চমকে ওঠো কার তরে?
লুকিয়ে আর রাখবে কোথায় ?ভালোবাসার দ্বিপখানি।
ফেসবুকেতে চুপ হয়ে যাও , চুপ থাকে কি মনদানী??
রাতের তারা-চাঁদের সাথে কাটিয়েছো রাত্রি-ভোর
তোমার ছোঁয়ার অনন্ত প্রেম, বাঁধছে মনের করিডোর।
হ্টাৎ তবু সাজিয়ে তোলা,, ঘুমের ঘোরে মাঝরাতে,
ফুলের সুভাষ ছড়িয়ে পড়ুক তোমার পায়ে রোজ প্রাতে
আমার ভালোবাসার তরে যেমন বাশিঁ বাজে ওই,
আমার লেখার ভাষায় আমি তোমার মনের কথা কই.…
রচনাঃ১৫-০২-২০১৫(নব বারাকপুর)