আমি হাসতে পারি, কাঁদতে পারি, গাইতে পারি কণ্ঠ ছেড়ে।
সে সুর শুনেই লাফিয়ে পরে, পথের কুকুর বুকের পরে।।
আজকে আমি মূক হয়েছি, সমাজের এই ভাটিখানায়।
কন্যা বলে তাই কি আমি এসমাজে খুব অসহায়?
যে জঠরে লালন-পালন,ঘর ছিল দশমাস।
সেই মায়েদের শরীর নিয়ে করছ পরিহাস?
আমরা তাদের চাইনা মৃত্যু ,আমরা মায়ের জাত।
তাদের হৃদয়ে আসুক ফিরে শৈশব প্রভাত।।
রচনাঃ ১৮ই মাঘ ১৪২২
লেনিনগড়