আমি সুন্দরের পূজারী আজি
দুঃশাসনের শেষ সময়.    
আমি মরুতটে একলা পথিক
তখন মনে বৃষ্টি বয়.
আমার লেখার ভাষা ব্যক্ত করে,
ঘাম ঝরানো কবিত্বের.
আমার কাব্য-গানে-হাজার প্রাণে
স্লোগান ওঠে বীরত্বের.
আজ রাজারনীতির জলে ভিজে  চুপি সারে গাইছো গান.
তব মৃত্যু যখন আসছে কাছে,
কে  শরীরে দেবে প্রাণ?
আমি প্রতিবাদীর সমাজে রই,
প্রতিবাদেই বাঁচে প্রাণ.
আমি প্রতিবাদী কলম জুড়ে,
ভীমাকৃতী মহীয়ান.
(নব বারাকপুর ) ১১-০৪-২০১৬