রক্ত আমার,বাংলা আমার, রাজ্য আমার, আমার দেশ।
কোথায় গেলো রাজ্য থেকে শান্ত হাওয়ার পরিবেশ?
তিক্ততা আর ধৃষ্টতা আজ এই সমাজের মুখ্য কাজ।
হিংসতা আর ব্যার্থতারই সিংহাসনে মহারাজ।
লুন্ঠতা আর কুন্ঠতারই মাথায় শোভা রাজমুকুট।
দেখাও ভরা রাজ্য শাসন, অন্তে শূন্য করপুট।
সেদিন নেতা বলেছিলেন"দিল্লী চলো " সবে।
আজকে বল "ব্রিগেড চলো" সে নেতা কি আর হবে?


শাসনতন্ত্রে বন্ধ তালা, চাবি তোমার হাতে।
গরীব শিশু পায়না খেতে, অর্থ তোমার পাতে।
বিকৃত এই রাজ্যসভা পুতুল খেলার ছলে।
তাইতো মোরা পদে পদে পড়ছি অথই জলে।


কিসের তরে বঙ্গশিশু ছোটে অন্য বাসায়।
কোন সে আলোর আলিঙ্গনে,কোন কর্মের আশায়?
কোথায় শিক্ষা হারিয়ে গেলো বঙ্গমাতা হতে?
বনের সে বাঘ আজকে যেন ঘুরছে পথে পথে।


সংক্ষিপ্ত।


রচনাঃ২৫-০৪-২০১৫( নববারাক্পুর)