মনে পড়বে তোর একদিন, আমার কাব্যলেখার ভীড়।
কথা রাখবি লুকিয়ে , সুর বাঁধতে তুই অস্থির।।
নীল আকাশ বাতাস রুদ্ধশ্বাসে করবি তরী পাড়।
তোর ভালোবাসার মৃত্যুতে তুই করবি হাহাকার।।
সেদিন ছিল বাহুর বাঁধন, উষ্ণ ভাষার লয় ।
আজকে বঁধু উষ্ণমরুর দিনান্তে হয় ক্ষয়।।
তোর আখির জলে ভিজে আজি মরু হয় উদ্যান।
তোর কপালের সূর্য এখন মোর জীবনে ম্লান।।
আবার প্রভাত আসবে ঠিকিই,উদিবে রবি তোর কোলে।।
"রাত্রি" আমার থাকবে জানি, সূর্য সকাল গান ভুলে।।


                         রচনাঃ১৯-০৭-২০১৬(লেনিনগড়)