মোর জীবনের এই নদীতে ভরিয়ে দিলে কূল।
তুমি “বিদ্রোহী” হয়ে বেঁচে থাকো মনে প্রাণোপ্রিয় নজরুল।।
“গোপনপ্রিয়ার” প্রেম জড়িয়ে, “ঝিঙেফুলে”-এর ঝড়ে।
তুমি বেঁচে রবে, মোর হৃদয়ে “সাম্যবাদী”র সুরে।।
তব “অগ্নিবীণা”র শুনিয়া ধ্বনি, শত্রু ওঠে কাঁপিয়া।
শুনি তোমার ভাষা “কাণ্ডারী” আজি প্রান খুলে ওঠে মাতিয়া।।
“কুলি-মজুর” বোঝা বয়ে , তোমার ফিরিবার আশায়।
“খুকি ও কাঠবিড়ালী” চুপ করে আজ রয় বাসায়।।
“খাদু-দাদুর” গল্পখানি স্মৃতির মলাট আঁকড়ে আজ।
“লিচুচোর” এর বন্ধ চুরি , রুক্ষ আজি তার মেজাজ।।
ভোরবেলা আজ দ্বার খোলে না, খুকুমনি ঘুমকাতর।
“অ-কেজো” সব কাজের আশায় “অভিশাপ”-এ সাতপ্রহর।।
“বারঙ্গনা” স্তব্দ আজি সমাজের এই ভাটিখানায়।
“পথেরদিশা”র খোঁজে কেন “বিজয়িনী”র ঘোর পরাজয়।।
এই সমাজে “অবলার ডাক” শোনেনা আজ কোনও জ্ঞানী।
এসো কবি তুমি আবার, ব্যাকুল যে “কবি-রানি”।।
তুমি আবার আসলে পরে, রহিম আবার হবে রাম।
জন্মদিনে চরনে তোমার বিজয়ী প্রণাম।।
রচনাঃ ২৪/০৫/২০১৬                                                                                                                                                                                                       najrul islam birth day aniversry spcl.