মাগো প্রতীক্ষা তো অনেক হোলো, কাশের বনের দোল।
আকাশ কেমন নীল শাড়ীতে মেলেছে আঁচল।।
পেজা তুলোর ভেলায় চড়ে ঊড়ছে প্রাণময়।
পথ চেয়ে সব আছেই বসে  আয় রে !  ঊমা আয় ।।
একটা বছর দেখার আশা মনের মাঝে বাস।
সমাজে সব হয়েছে অসুর দেখ রে পরিহাস।।
আসার পথে সাবধানেতে আসিস রে মা পথে।
রঙের  প্রলেপ লাগিয়ে গায়ে অসুর মোটর রথে।।
সমাজ এখন ফেলেছে ছুড়ে, মাতৃ মনের মান।
তোর, সন্তানেরই মন হয়েছে,রঙেতে লুণ্ঠন।।
তোর ত্রিশূলখানি রেখে মা রে ! আসিস নে আর ঘরে।
সমাজ আলো নিভে গেছে, রাজার প্রহারে।।
লক্ষ্মীকে ঠিক রাখিস ধরে, অলক্ষ্মী না ধায়।
স্বরি যেন রঙের মায়ায় না ভোলে প্রত্যয়।।
গনশা যেন খাবার লোভে হয়না রঙিন যাত্রী।
রঙিন খাবার গুলি সবই,আসলে কলসপত্রী।।
কার্ত্তিক যতই তির ধনুকে হোকনা পারদর্শী ।
বোম-বারুদের সাথে বাঁচে, এখন পাড়া-পড়শি।।
তোর দশ হাতের ওই অস্ত্রগুলি শানিয়ে নিস আগে।
এখন সমাজ দেখলে রে তুই ফেটে পরবি রাগে।।
জানিস মা রে ! তোর আশাতে কতই সাজে মন।
সমাজের এই কথা ভেবে, মনেতে ক্রন্দন।।
অসুর লাগি ভুলেছি আজ তোকে ডাকার মন্ত্র।
আমার জন্য পারলে আনিস, অসুর নিধন যন্ত্র।।
                                   ২৯-০৮-২০১৬( এসপ্ল্যানেড)