আবার কেন জড়িয়ে প্রেমে, আগমনীর সাজাস ছবি
বেশতো ছিল একলা ঘরে, ব্যস্ত ছিল অন্ধ কবি।।
কাগজ কলম কাটাকুটি, বেশ তো ছিল প্রতিবাদী।
প্রতিবাদের শব্দ ভুলে, কলম আজি ঊঠছে কাঁদি।।
প্রেমের মায়ায় বদ্ধ কবি, প্রেম ঢেলে দেয় কলম জুড়ে।
প্রতিবাদের প্রেম ভুলে সে,  কলম কি আর থাকতে পারে?
এখন কলম প্রেমের মাঝে, খোঁজে প্রতিবাদের ভাষা ।
অবাক চোখে তাকিয়ে কলম, হেসে ওঠে আজ সহসা।।
একই বাসায় প্রতিবাদ আর প্রেম গেয়ে যায় আপন মনে।
কলম এখন প্রেম-প্রতিবাদ, সাজিয়ে ফেরে আপন গানে।।
                                  ২৪-০১-২০১৭ (লেনিনগড়)