যে ভাষাতে কাব্য সাজে, মেঘ ঢাকে চাঁদ অস্ত লাজে।
রবির কিরন যে রূপে দেয় প্রাণ।
মোরা সেই ভাষাতেই বাঁধি, মোদের বিশ্ব প্রেমের গান।।
যে ভাষাতে বঙ্গ রবি, উঠলো সেজে বিশ্ব কবি।
ভোরের শিশুর যে ভাষাতে টান।
মোরা সেই ভাষাতেই স্বপন গড়ি, সেই ভাষাতেই ম্লান।।
যে ভাষাতে বাদ্যি ঢাকের, পলাশ প্রিয়ার সুর।
যে ভাষাতে বসন্ত প্রেম লাজুক বঁধুর।।
যে ভাষাতে পাল তুলে দেয় পদ্মানদীর তরী।
সেই ভাষা হোক বিশ্ব মায়ের সচ্ছ সহচরী।।
যে ভাষাতে সাঁঝ সেজে যায়, লক্ষ্মী আসে ঘরে।
যে ভাষাতে বাউল বাতাস, অন্তরে অন্তরে...
যে ভাষাতে দুখু মিয়াঁ বিদ্রোহী সঞ্চারী।
সেই ভাষাতেই উঠুক সেজে  একুশে ফেব্রুয়ারি ।।
                  রচনাঃ ০৬-০২-২০১৭(লেনিনগড়)