আমি চাইনা কোন কাব্যে আমায়,
                          চাইনা কোন গানে।
আমি চাই সমাজে বাঁচতে শুধু
                       নারীরই সন্মানে।।


আমি চাই না আমায় পন্য সাজাক,
                         বুদ্ধিদীপ্ত রাজ।
আমি চাই আমাকে মুক্ততা দিক,
                         কলুষিত সমাজ।।


আমি কাব্যে চাই না গন্ধ আমার
                          গল্পে চাই না স্থান
আমি সমাজ তরে চাইছি শুধুই
                         মাতৃ মনের প্রান


আমি চাইনা কোনও আদিখ্যেতা।
                         দেবী রূপের সাঁঝ।
আমি চাই সোহাগে থাকতে শুধু,
                           জড়িয়ে নারীর লাজ।।


আমি চাই না  কোনও রক্ষনতা,
                      কোন নারীর তরে।
আমি চাই সোহাগে উঠুক বেরে,
                     নারী আপন ঘরে।।


যদি মুক্ততা পায় নারীরা সব
                 দিবস কিসের লাগি?
  যেথায় সাড়া বছর দগ্ধ মোরা
                নারি দিবসে সোহাগী।।


রচনাঃ ০৬-০৩-২০১৭(লেনিনগড়)