রঙবাহারি হলুদ শাড়ি, পাঞ্জাবী আর গোলাপ হাতে।
অঞ্জলী হোক একটা ক্লিকে, মন্ত্র বাজুক মবাইলে’তে।।
এত বছর পুজো দিয়ে, বিজ্ঞান আজ হাতের সুতো।
বাবা-মা এর বকা ঝোঁকায় পুরোহিতের মন্ত্রে গুঁতো।।
সরস্বতীর আশিস নিয়ে বিদ্যা জমে গুগল ক্রোমে।
ল্যাপি হাতে সমাজ জুড়ে বুদ্ধিজীবী বাড়ছে গেমে।।
তোমার আশীর্বাদেই মাগো শিক্ষালয়ে রাজাই দেবী।
শিক্ষাগুরুর ভিক্ষা করে, জীবন চলে যাচ্ছে হেব্বি।।
যাইহোক সব চলছে ভালোই,রঙ মাখানো ওয়েবপেজে।
গানের গলাও ভালোই আছে, পেট চালাবো গায়ক সেজে।।
নেট ব্যালেন্সও শেষ হলও প্রায়, অফলাইন তো হতেই হবে!
নতুন কোনও শিক্ষা নিয়ে পরের বছর আসছ কবে ?
ইমেইল তো জানিয়ে দিলাম। ম্যাসেজ করো আসার আগে।
এমপিথ্রি চলবে আবার সরস্বতী মহাভাগে.........
                                                রচনা:১৯-০১-১৮ (লেনিনগড়)