তোমার পৃথিবী বির্সন্নতা পূর্ন
এখন তোমার স্বপ্নো আকাশ,
আর বাস্তব মাটি
কেবল যাওয়া আসা
নিশ্চিত এলাকা
একা তুমি আর------
তোমার স্বপ্নময় পৃথিবী।
রাত্রির নাট্যমঞ্চে------
তোমার পাঠ এখনো বাকী।
ব্যর্থতার চিহ্ন তোমার জন্য নয়;
তুমি আপন করে নিয়েছ।
তোমার জন্য আঁকা
তোমার কল্পনার ছবি।
শুধু আসো আর যাও
তুমি জ্বলন্ত ধূপকাঠি।
এ তোমার পিছুটান,
শুধু তোমার পরিবর্ত দ্রব্য
আর দুঃখ তোমার পরিপুরক
বেঁচে থাকার আসা।
এখন স্তব্ধ পরিবেশ ঔদার্যময়
তোমার সঙ্গে অসামঞ্জস্য পূর্ন।
তুমি তোমার স্বপ্নের----
চাবি কাঠি।
তোমার ভ্রান্ত বিশ্বাস
তোমার কপাল লিখন।
      ----------------