ঈশ্বর কথা
বিকাশচন্দ্র সরকার

তোমার অরূপ রূপের ছটায়
ভূবন মোহন ধ্বনি,
অন্তবিহীন জগৎ মাঝে
জাগায় আশা'র বানী।

এই যে এতো কন্ঠ মালা
প্রজাপতির রঙ,
শ্বেত বলাকার নিত্য শোভায়
নিরব কলতান।
এই যে এতো স্রোতাম্বিনী
সবুজ উপমা,
তরঙ্গ ঢেউ মিলন মেলা
সৃষ্টি প্রতিমা।

সবটুকু সুখ দুঃখ খোঁজে
আঁধার রাতে তারা,
টুকরো মেঘের ভাঁজে ভাঁজে
তোমার সৃষ্টি ধারা।

আমার যতো বর্ণকথা
আমার যতো লাজ,
সবটুকু সে তোমার ছটা
তোমার চির সাজ।
মুক্তি ধারায় মুক্ত জ্যোতি
নিখিল মাঝে বিশ্ব,
চির নবীন কিশলয়ে
জীবন অবিনশ্ব।

তোমার আলোক রশ্মি-ছটা
চিবুক ভালবাসা,
শেখায় মন্ত্র মুগ্ধ চোখে
চির নতুন ভাষা।