সুট বুট পরা এক ভদ্দর লোক
প্রত্যেক দিন ভোরে,
কোলকাতাতে অফিস যান
সরকারি বাস চড়ে।


দু ঘণ্টার বাস জার্নি
তিরিশ টাকা ভাড়া,
দশ টাকাতে ম্যানেজ করেন
কোন টিকিট ছাড়া।


সেদিন বাসে আলাপ হল,
হল অনেক কথা;
তিনি নাকি এম এ পাশ,
তিনি গ্রামের মাথা।


নবান্নে চাকরি করেন
রাখেন সকল খবর -
নেতা নেত্রী করছে চুরি
খুঁড়ছে দেশের কবর।


কন্ডাক্টর শুনছিল সব,
হঠাৎ এসে কাছে
বলল- দাদা ভাড়াটা দিন ,
নাকি মান্থলি কাটা আছে?


শিক্ষিত সে ভদ্দর লোক
দশটি টাকার নোট
কন্ডাক্টরের হাতে গুঁজে
কাটলেন দাঁতে ঠোঁট।


কন্ডাক্টর বলল রেগে
ন্যায্য ভাড়া চাই;
চাকরি করেন তবুও ফাঁকি!
লজ্জা-শরম নাই?


মুখে বলেন এ চোর ও চোর
আগে নিজের কথা ভাবুন
সঠিক ভাড়া দেবেন তো দিন
নতুবা গাড়ি থেকে নামুন ।।