বন্ধু ওরে কি কইব তোরে সেই দুঃখের ইতিহাস-
কইতে গেলে বুক ঠেলে ওঠে দীর্ঘশ্বাস।
ভাগ্য মোরে লাঞ্ছনার ডরে গেঁথেছে মালার মত,
ললাটে তাই সুখ নাই দুঃখ রয়েছে যত।
অনেক আশায় চোখের ভাষায় বেসেছিনু ভালো যারে
ভাবিনি তো হায় এভাবে সে আমায় কখন ভুলতে পারে!
তবু একদিন আমি অতি দীন আমাকে কেমনে ছাড়ি
অন্যের সাথে গভীর রাতে দূরদেশে দিল পারি।
অতীত স্মৃতি আজ পরে রণসাজ তীব্র আঘাত হানে
হৃদয় বিদীর্ণ শতধা জীর্ণ কজন সে কথা জানে?
ছুটির দিনে আইসক্রিম কিনে হাত ধরে পথ চলা,
দক্ষিণ হাওয়ায় বটের ছায়ায় মুখোমুখি কথা বলা।
নদীর পাড়ে লেকের ধারে নির্জন পথ প্রান্তে
ঠোঁটে হাসি মেখে চোখে চোখ রেখে চেয়েছি তাকে জানতে।
তখন বুঝি নাই হবে মোর ঠাই ব্যর্থ প্রেমিকদের দলে;
ভাগ্যের লিখন খণ্ডাবে কোন মানব আপন শক্তিবলে!