সত্যি কথা বলছিরে ভাই
মিথ্যা নয় একচুল,
আমি ভাবি- আমিই সঠিক
আর সকলে ভুল।


আমি যা বলছি, আমি যা করছি
যা কিছু ভাবছি মনে;    
ন্যায্য কথা, শুদ্ধ আচার,
তা ভুল নয় কক্ষনে।


আমার সবই উৎকৃষ্ট,
অন্যের গুলো শুধুই ফ্যালনা,
অন্যের কাছে যা কঠিন কাজ,
আমার কাছে তা খেলনা।


কারো সাথে তর্ক হলে
ইন্টেলেকচুয়্যাল আমি,
কারো সাথে ঝগড়া হলে
সে জেনো আসামী।


অন্যায় করলে বা পরাজয় হলে
অজুহাত দেখানো চাই,
দোষ স্বীকার বা হার মানা
আমার ধাতে নাই।


লোকের কথায় কান দিই না
ওরা জানে শুধু রটাতে,
অতিরঞ্জনে আমিও শিখেছি
বোকাদেরকে পটাতে।