গর্বিত আমি, পরিতৃপ্ত আমি, জন্ম আমার বরাকবঙ্গে,
একাদশ শহিদের রক্তের দান এই রক্তিম 'বাংলা',
মিশে আছে মোর দেহের রন্ধ্রে রন্ধ্রে।


ত্যাগিছো প্রাণ করতে দান,মোদের মুখের বুলি,
শয়নে স্বপনে, নয়নে গহনে, বসেছো মোর হৃদয় আসনে,
তোমার দান মোর শিরায় শিরায়, কণায় কণায়, রক্তে রক্তে।


মোদের গর্ব, মোদের রত্ন, তোমার দেওয়া বাংলাভাষা,
লুঠতে দেব না তাকে কোনও কালের স্রোতে
সে যে মিশে আছে মোর দেহের অঙ্গে অঙ্গে।