কবিতা আমার,
চোখ খুলে দেখ এ বিজন আঁধার,
রাত নেই তবু আজ যেন রাত,
স্বাধীনতা পেয়েও কেমন অধীন বরাত।
শূণ্য দেখো সবি, স্বপ্ন আর দাবি,
ধেঁয়ে আসা কোন এক অনাহূত ঝড়ে।
ডুবু ডুবু দ্বীপ, নিভু সপ্ন প্রদীপ
তবুও কি শুনবেনা মোরে?


কবিতা আমার,
এখনো কি ইচ্ছে তোমার,
হতে অশ্রু পিতার চোখের,
ভয় কিশোরীর মুখের,
অসহায়ত্ব বেকার জীবনের,
দীর্ঘশ্বাস ব্রোথেল ঘরের,
অধীনতা ক্ষমতার দাপটের।


কবিতা আমার,
এ কেমন নিরবতা তোমার
তুমি তো বেকারত্ব নও,
অধিনতা নও, কুশিক্ষা নও,
নও তো তুমি প্রশ্ন ফাঁস।
তুমি তো স্বপ্ন, তুমি আশা
তুমিই তো মহান বিশ্বাস ।


ভিসুভিয়াসের তেজে,
দিব্যাস্ত্রধারী অর্জুন সেজে,
তাই আর একবার
কবিতা আমার,
বারুদ হয়ে এসো।
বুলেট হয়ে এসো।
মুজিব হয়ে এসো।
মুক্তিযোদ্ধা হয়ে এসো।
কবিতা আমার,
চোখ খুলে দেখ এ বিজন আঁধার,
রাত নেই তবু আজ যেন রাত,
স্বাধীনতা পেয়েও কেমন অধীন বরাত।


বিলিয়ার রহমান রিয়াজ
২১ মার্চ ২০১৮