তুমি আমার একমুঠো ঘুম
ইচ্ছে দেয়াল, জলজ পদ্ম ফুল।
তুমি স্বপ্ন দেখার ইচ্ছে সখি
আমার ভুল অভুল।
তুমি খোলা চোখে বৃষ্টির গান
স্নিগ্ধ সবুজ ভোর।
তুমি এলোচুলের ঊর্বশী সে
লাগাও চোখে ঘোর।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
এ অচেনা জীবন খাতায়।


তুমি ফাগুন মাসের মল্লিকাগো
কোমল কোমল সুর
তুমি বৃষ্টি ভেজা বাদলা দিনের
বেদনা সে মধুর।
তুমি রোদেলা দিনে মেঘ গো সখি
শীতের ভোরে রোদ।
তুমি মোনের দামের চাইতেও দামি
করো মোনেই অবরোধ।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
এ অচেনা জীবন খাতায়।


তুমি স্বপ্ন হয়ে এসেও তবু
সত্যি হলে না।
মেঘের স্রোতে ভাসতে গিয়ে
আর ধরাই দিলেনা।
তুমি আশার রোদে তাপ ছড়িয়ে
শীতল হয়ে হয়ে
এ মরুর ধরায় আমায় রেখে
গেলে একাই হারিয়ে..............।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
এ অচেনা জীবন খাতায়।


বিলিয়ার রহমান রিয়াজ
২৩ জুলাই, ২০১৮ ইং