তুমি পল্লী জননী রাঙালে ধরণী,
কি দিয়ে করিব এ ঋনের শোধ।
সবুজ অরণ্যে সোনালী প্রভাত,
দেখে মন টি হয় যে মাতাল।
শিশির ভেজা দুর্বা ঘাসে পা দুলাইয়াছ পল্লী জননী,
কি যে ভাল লাগে সেই দৃশ্য দেখিতে।
পল্লী জননী তোমার কোলে জন্ম তোমার বুকে আমার বাস,
তোমার আচলে জড়ানো আছি তোমার মাঝে সর্ব সুখ।
পল্লী জননী তোমার মাঝে জড়িয়ে আছে আমার শিশু, কিশোর, যৌবণ স্মৃতি,
যত কাল থাকব আমি ততকাল ভালবেসে যাব তোমার প্রতি।
পল্লী জননীর কোলে জন্ম আমার,
পল্লী জননীর বুকেই যেন হয় আমার সমাধি।


৩০-১১-১৫ইং