৭ বছরের শিশু মুক্ত আকাশে ঘুড়ি উড়াবে বলে
এসেছিল বিজয়।
মাঠের এই মাথা থেকে সেই মাথা  দূরান্ত গরুর পিছনে রাখাল ছুটেবে বলে
এসেছিল বিজয়।
এক দল দামাল কিশোর মাঝ নদীতে সাঁতরাবে
মাঝি ভাসাবে পাল উজানতলীর পানে
গাঁয়ের পল্লি বালা পাগল হবে রাখালের বাঁশির টানে
তাই এসেছিল বিজয়
শেষ বিকালের সোনালী রোদে কিশোরী বেণী এলিয়ে তরকারি কাটবে
দুধের শিশুরা উঠানের কোনে বউ-পুতল খেলবে বলে
এসেছিল বিজয়।
সূর্যি মামার আগমনী ভোঁরে লাঙ্গল যোয়াল কাঁধে কৃষক ছুটবে খ্যাঁতে
সারাদিনের ঘাম ঝরা শ্রমে সোনা ফলাবে মাঠে
তপ্ত দুপুরে লাউয়ের ডগা দিয়ে শিং মাছের ঝোল রেধে
কৃষাণী ছুটবে ভুড়ার ডাবরি অথবা নালির বাটে
ক্লান্ত দেহে ভাতের নলা মুখে দিতে দিতে বলবে কৃষক
সোহাগীর মা ভালই রানছ তরকারি খানা
কৃষাণী একগাল হেঁসে কাসার গ্লাসে পানি ঢেলে দিবে ক্ষেত্রীর পানে
তাই তো এসেছিল বিজয়।