বেদনার খেলা ঘড়ে ক্লান্ত আমি, পথ চলছি একা
ক্লান্তিতেই চোখ বুজে আসে,  তুমি বল ঘুম
বিনিদ্র এই রাজ্যেয় সর্বক্ষণে ঘুমকে দেই ধোঁকা
নিরবধি এই পথে শুধুই চলছি একা।


কিছু কিছু হৃদয়ের নিয়তি দাঁড়কাকের মতই বোকা
দুঃখের বৃষ্টিতে ভিজতে থাকা, ঘড়ে কিংবা বাহিরে
ঝুম বৃষ্টি কিংবা তুফানে অবিরত ভেজা
উপরন্তু কৌশলশূন্যতায় কোকিলের ফয়দা হাসিল
আমি হয়ত সেই বোকা কাক, কোকিলের রাজত্বে
জীবনের এপারে মরণের ওপারে নিজেকে করেছি ফসিল।