কাটাখালী(করতোয়া) নদীর উপর নব নির্মিত সেতুতে টোল আদায়ের সিদ্ধান্তের প্রতীবাদে।


পথের ছাঁটায় নদীর তটায়, যুগের পর যুগ!
খেয়া পাড়ে টোল আদায়ে করেছিস কত সুখ?
একবারও কি বিবেচনায় রেখেছিস এলাকাবাসীর দুখ?
ঘুমের শেষে, রাত পোহালে দেখিস যাদের মুখ।


পালের গোদা, এলাকা চোষা ওরে শকুনের ছা
ঘাট টা যে ছিল, তোরই এলাকার অদৃশ্য এক ঘা।


দিন ফুরালো সেতু হলো পথ বারালো
এলাকাবাসী স্বস্তি পেল  
সকল কষ্টের হল অবসান
মধ্যি খানে ধরলি কেন টোল আদায়ের গান?
তট জলদি আখের গোছা থাকতে কুল মান
নইলে এবার জলের তলে বান্ধিব বাছার প্রাণ।


ভয় করি না’ক ক্ষমতার বড়াই
কাটাখালীর তীরে হবে লড়াই
কেমন তোর বাহাদুরি, দেখব ইজারদারী, ওরে খাটাসের পো
সজল চক্ষে দেখবি এবার আমজনতার গো।