মিথ্যা তুমি দশ পিঁপড়া, তোমাতে বাঁধিয়াছি প্রাণ
তোমাতেই পাই কাঁচা টাকার ঘ্রাণ
ক্ষমতাবান যারা? সত্য বললে মানবেন কি তারা?
ক্ষমতার হৃদয় যে এখন দুর্নীতিতে গড়া।
ডেন্টাল ক্লিনিক থেকে শাঁখারী বাজারের গলি
ক্ষমতার খেলায় হয়ত বা হয়েছিল বিশ্বজিৎ বলি
ছোপ ছোপ রক্তের দাগ কবেই গেছে মিশে
কেমন করে লিখি রিপোর্ট, সোনার ছেলেরা মারছে তারে পিষে।
থাকুকনা কিছু ভিডিও, দেখুক দশে চর্মচক্ষে
দশের থেকে দেশ বড় তার থেকে নেতা বড়
কেমন করে যাই বলো তাদের বিপক্ষে।
পাশে থাকে যদি নেতা, বাকী সবই তো তামাশা
এই শতকে তাদের পা চাঁটাই তো সর্বোত্তম পেশা।
মেডিকেল কলেজে পড়ে ক্ষয় করেছি মাথার ঘিলু
টাকার লোভে দিবারাত্রি চুলকায় হাতের তালু।
হোক না যতই হৃদয় বিদারক, হোক বা আপনজন
টাকা পেলে ময়নাতদন্তে লিখে দেবো নিজের দোষে গেছে বাচার প্রাণ।
কি যায় বা আসে জানলে সত্য দেশবাসী
এক বিশ্বজিতের জন্য এত গুলো সোনার ছেলের দেওয়া যায়কি ফাঁসি।
পুড়ে গিয়ে বিশ্বজিতের আরাই কেজি ছাই
বাতাস মিশে দেশবাসীকে ধিক্কার দেক তাই।