শ্রদ্ধেয় কবি শ. ম. শহীদের ঝাঁঝ কবিতায় মন্তবে লেখা



চুলায় আর কতই বা আঁচ
তার থেকেও বেশি ঝাঁঝ
নাম কিন্ত আমার পেঁয়াজ।


তোমাদেরই কি বা আছে আদব লেহাজ
দু'পয়সার আলু! দেখতে কেমন ঝুলুমুলু
ফাস্ট ফুডে তুলে, নাম রাখ ফ্রেঞ্চ ফ্রাই?
তাই বাপু দেখাই আমার বড়াই
দারুণ ঝাঁঝে করুণ আঁচে দখল করি কড়াই।


দেখ এবার তবে!
আমায় কাটতে, চুলার পাশে গিন্নী কাদে
চড়া দামে উঠবো পাতে
তুমি কাদবে হাটে
বাঁচতে চাইলে, এবার বুন উজান দিকের ক্ষেতে।