মেঘের রাজ্যর ওগো নীল পরী
রোজ সকালে খাও কি তুমি গুর-মুড়ি?
বুবুর মতো মাথায় ঝুঁটি বেঁধে হাতে পড় রেশমি চুড়ি?
তাহলে এসো আমার বাড়ী।


বুবু না আমার সাথে খেলেনা
আগের মতো কথা আর বলেনা।
ক’দিন পরে বুবুর নাকি বিয়ে!
বর এসে, যাবে শ্বশুর বাড়ী নিয়ে!
একলা আমি খেলবো কাকে নিয়ে?


তুমি নাকি দেখতে ভারি?
তোমার আছে উড়াল পঙ্খী গাড়ী।
ঘুম পারিনি ছলে বুবুই তো বলে!
বুবুও নাই, তুমিও না এলে
ঘুমাবো আমি কার কলে?