তোমার অপেক্ষায় আমি স্তব্ধ বৃক্ষ
অচিন পাখি হয়ে বাসা বেঁধ আমার শাখায়।
মাঘের শীতে শেষ পাতাটি দিয়েও ওম দেব
সূর্যের খরা তাপে গাঢ় ছায়া হয়ে পরশ দেব তোমায়
উদ্দাম ঝরে বেঁধে রাখব হৃদয় ঠাসা মায়ায়।


তোমার অপেক্ষায় আমি আধার রাতের শেষ মোমবাতি
জ্বলে জ্বলে নিজেকে করে দেব নিঃশেষ
আলো দিয়ে তোমায় হয়ে যাব শেষ বিদায়ে সাথী
এই ভাবনা ভাবি দিবা-নিশি।


তোমার অপেক্ষায় এইতো আমি
আজও বেঁচে আছি মানুষের পৃথিবীতে
খুঁজে নিয়ো মোরে কোটি মানুষের ভিড়ে।