যত্ন করে রেখেছি যারে হৃদয়ের ঘরে
এক পলক দেখাতে তারে কি আর প্রান ভরে,
হাজার জনম দেখলেও তো শুধু দেখতে ইচ্ছা করে..!
প্রেয়সী কে দেখার অপেক্ষায় আমি এক পায়ে দাড়াঁনো ঋষি বক
হৃদয়ের এ প্রান্ত থেকে ঐ প্রান্ত পর্যন্ত শিহরিত হয়ে ছুঁয়ে যায়
প্রেয়সীর পুরান সব স্মৃতি মনে করে যেন ।
আখিঁ বুজঁলেই দেখি তারে...!
সেই ব্যস্ত রাস্তায় রিক্সায় শব্দহীন সে পূর্ন আবেগী বদনে
কিংবা উদাস দুপুরে পুকুর ধারে মেহগনি তলায় সজল নয়নে
অথবা বেলকোনীতে দাড়িয়ে বাদামের খোল ছড়ানো
সে দৃশই কি কম মন ভোলানো!
কত স্মৃতিই তো আড়াল হয়ে যায় বাস্তবতার যাঁতাকলে
প্রেয়সীর টুকরো টুকরো স্মৃতিই হয়ে থাকে রাত জাগার সাথী।
আখিঁ বুজঁলেই দেখি তারে হৃদয় ভরে।