কি বললি রে ভণ্ড
আমার সাথে হৃদয় জড়াবি, ভালবাসায় মন পোড়াবি।
আমি কি আর আগের  মত আছি
কত বসন্তেই ভণ্ডরে চিনেছি।
প্রতি বসন্তে  বৃক্ষে নতুন পাতা যেমন গজায়
তোর ভালবাসাও নতুন করে কাঁদায়।
তোর অপেক্ষায় কেঁদে কেঁদে হয়েছি ক্লান্ত
শেষ রাতের জ্বলন্ত কত মোমবাতির ঢেউ খেলা
নিঃশব্দেই করেছি প্রত্যক্ষ।
প্রতি ফোঁটা মোম জানে, গুমট বাঁধা অন্ধকার জানে
শুধু তোরই অহমিকার কাহিনী।
ঘুমের ঘোরে পেয়ে বসত যখন তোকে পাওয়ার অনন্দ
নীরব রাত্রিই বলে দিত হৃদয়কে করেছিস কত খণ্ড।
পুড়তে পুড়তে যখন গেছিই তোরে ভুলে
তখন কেন আসছিস নিতে তুলে?
এত স্বাদের প্রীতি মধ্যিখানে দিস কেন বিরতি
যাবিই যদি যা রাখিস কেন স্মৃতি
নষ্টামি, ভণ্ডামি সব কর ইতি।
তোর বিরহেই আমার এখন এত অসারত্ব
নিতে চায়না মন কোন দাসত্ব।
ছলনার মায়াজালে অস্তিমান আমিও আজ ভণ্ড।