একি সখী তোরে দেখি রসে টইটুম্বর কোন জাতের ফল
কখনো আবার নীহারিকা পূর্ণ গ্যালাক্সির আস্তাচল
এক সমুদ্রের যত জল তার থেকেও বেশি তোর ছল।
দ্বিধা না রেখে অপ্রিয় সত্যিটা এবার বল
তেপান্তরের ঐ মহুয়ার বনে সঙ্গে যাবি! চল
ভেজাবো তোরে, সঙ্গে নিয়ে শত বর্ষার জল।
হৃদয়ে তোর হুল ফুটিয়ে সভ্যতার কিছু ফুল ফোটাবো দিবাচল।