কষ্টে গাঁথা মালা আমার, সোনার অঙ্গে হীরামন গলা তোমার
মিলনে বিরহে রঙ্গিলা হাড়, আহারে কি সুন্দর বাহার।
ক্ষুধার জ্বালায়, ধরতে এক টুকরা রুটি, দিনমান তার পিছেই ছুটি
কি সুখে ভরাব বল রঙ্গিলা টুটি? বিশ্বাস! তব মানুষ কিন্ত আমি খাঁটি।